শত ব্যস্ততার ফাকে
যদিও বলি তোমাকে
নিজের হাতে খুঁজে বেড়াই শীতল সকালটাকে,
কে বা কার কথা রাখে
নিজের ইচ্ছায় ঘুরপাকে
নিজেই আপন করে জড়াই অন্ধকার রাতটাকে।
যদিও বলি যাবে সাথে
হাত রেখে হই কোমল হাতে
একলা হাটার সাহস রাখি একাকী চলতে,
যদিও বন্ধি হও শপথে
সব ভুলে যাও পর প্রভাতে
জলের মাছও নিরাপদ নয় গভীর জলেতে।
ভোরে সূর্য হলে উদয়
ডুবে যাবে তা নিশ্চয়
আসা যাবার নিয়ম মানি স্থায়ী কিছু নয়,
কারো প্রতি ভরসা নয়
সবাই করে অভিনয়
আমি আমার এই জানি কেউ কারো নয়।