সবার কাছে ভালো হবে
এমন কথা নয়তো,
হাসি মুখের আড়ালেতে
অপার দু:খ রয়তো,

কেউ তা বুঝতে দেয়না কভু
কারো ঠিক বুঝা যায়,
দীর্ঘ দিবস কাছে থেকে
মানুষকে চেনা দায়।

ভালো মন্দ নিয়েই জীবন
সবাই যে অতিথি,
আমাবস্যা পূর্ণিমা যে
সমান সমান তিথি।