গল্প আমি অল্প লিখি
ছড়া লিখি বেশ,
কৌতুক লিখে দূর করি
মনের সকল ক্লেশ।
উপন্যাস আমি মাঝে মাঝে
লিখি কয়েক পাতা,
নিঝুম রাতে তারার সাথে
লিখি কবিতা।
ছোট বেলায় পরীক্ষার খাতায়
লিখতাম প্রবন্ধ,
বড় হয়ে খুঁজে বেড়াই
নতুন ছন্দ।
গান লিখে প্রাণ জুড়াই
মাঝে মাঝে গাই,
ভক্ত সবে শুনলে তবে
আনন্দ কিছু পাই।
দুটি চোখে ভাসে শুধু
রং বেরঙ্গের ছবি,
ছন্দের জাল বুনে
হয়ে যাই কবি।