(এইচ এস সি পরিক্ষার্থীদের জন্য)
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
কেউ ঝরাচ্ছে চোখের পানি
কারো আবার হাসি মুখ,
কেউবা আবার পোস্ট লিখতে
করছে অপেন ফেসবুক।
কেউ বা আর মিষ্টি নিচ্ছে
করছে ফুর্তি আনন্দ,
কেউবা আবার জ্ঞান হারাচ্ছে
যার ছিল কপাল মন্দ।
পরিক্ষা তো পাশ ফেল এর
তবুও এত কিছু,
হার মানতে কেউ রাজি না
করতে মাথা নিছু।
সারা জীবন পরিক্ষাই শুধু
ঝরিয়ে লাভ নেই চোখের জল,
তোমরা ছাত্র আছো বলেই
আজকে আছে ফলাফল।