আসছে মা ভাসছে জগৎ আনন্দেরই স্রোতে,
বাজছে সানাই কাসর ঢোল মাতছে খুশিতে।
বছর ঘুরে এল ফিরে
মায়ের পূজো জগৎ ঘিরে
শিশির ভেজা দিনের তরে শিতল শরতে,
আসছে মা ভাসছে জগৎ আনন্দেরই স্রোতে।
আগমনি জানিয়ে দিল শিউলী জবা ফুল,
বাবার বাড়ী মা আসছেন ফুটছে কাশফুল।
আকাশ বাতাসে উঠছে ধ্বনী
শরতে মা’র আগমনি
চারি দিকে শুধুই শুনি আনন্দের কলরোল,
নয়নতারা শাপলা ফুলে রাঙ্গাবো মায়ের কুল।