শেষ বেলায় ডুবন্ত সূর্যের সাথে বাড়ি ফিরছে সমাজ।
তুমিও ফিরে চলেছ সেই আদি দিগন্তের পথে।
শুধু অবিন্যস্ত আলোর ঝিলমিল।
বিকৃত আলেয়ার হাত ধরলে বুঝি।
মাঝে মাঝে ঘুঙুরের শব্দে পিছে সরে যায় সভ্যতা,
তবুতো হারিয়ে যাওয়ার নেশা লাগেনা চোখে।
সামাজিকতার আড়ম্বরে পথ হারিয়েছিল সময়-
তাই একটার পর একটা দিন জুড়ে বানিয়েছে দিনান্তের পাহাড়।
জানি এ বিদগ্ধ শহরের অবাস্তব আলোয়ে,
আর কোনো দিন পড়বেনা তোমার ছায়া।
তবু যেভাবে সমুদ্রের ঢেউ হয়ে বেচেঁ থাকে-
পৃথিবীর সমস্ত ভুলের অভিধান।
সেভাবেই বেচেঁ থেকো অজস্র ছায়াপথ ঘিরে-
এক অলৌকিক সবুজ স্বপ্নের দীনতায়।