লেখা হলনা সেদিনের কথা-
খাতা পেন সবাই যে যার মত
নিয়েছিল প্রস্তুতি।
তবু সবুজ শাড়ির মায়াবী সকাল-
পিছু ছাড়ল না।


আশাতীত রঙিন ফানুস উড়িয়েছিলাম সেদিন।
তবু কবিতার নিদ্রিত গহ্বরে তার নামটি-
আজও লেখা গেলনা।
নামটি বেশ ছোট,
গাছেদের মত, হারিয়ে যাওয়া পাখিদের আশ্রয়।


অচেনা সুর আর গোল গোল দুটো চোখ,
হটাৎ করেই ঢুকে পড়েছিল সেদিন-
এই দশটা-পাঁচটার আলৌকিক আবহে।
সেই থেকে পৃথিবীর যা কিছু নীল,
সব পেয়েছে এখন সবুজ আবরণ।


গভীর থেকে গভীরে মিশে যাওয়ার-
নেশা, বারে বারে কুয়াসায় ঢাকা
অযোগ্য পাহাড়ের কথা বলে।
তাও সে চলে গেছে বহুদিন হলো।
তাই আর ঘুমন্ত কবিরা কথা বলে না।