বড্ড রঙ ভালবাসতাম আমি, লাল, নীল , সবুজ , হলুদ .........।
রঙিন ভুবনে ছিলাম এক চঞ্চল প্রজাপতি,
উড়ে বেড়াতাম বাধাহীন , প্রচলিত হিসেব বিহীন ।
প্রেম ছিল আমার টুকটুকে লাল,বন্ধু ছিল নীল,
হলুদ ছিল আনন্দ আর বিষণ্ণতায় ছিল বাদামি ।
এক অঘ্রানে টুকটুকে লাল কে নিয়ে পাড়ি দিলাম...
সাগর পারের গোপন পুরে এক স্বপ্ন রাজ্যে ।
সেখানে খুঁজে পেলাম আরও অনেক রঙ,
ভেসে চল্ল আমার ভালবাসার নৌকো ।
কিন্তু একদিন আচমকা উঠল ঝড়,
স্রোতে টালমাটাল হয়ে ডুবে গেল আমার নৌকো ।
নিস্তব্ধ সাগরপারের গোপন পুর,
আমার ভুবন জুড়ে এখন কেবল সাদা ।
শ্বেতশুভ্র নয় মলিন, ফ্যাকাসে সাদা।
রঙ খুঁজতে গিয়ে চেয়ে থাকি ওই সুনীল , সুবিশাল আকাশের দিকে ,
প্রেম ছিল আমার টুকটুকে লাল , বন্ধু ছিল নীল।
এক সন্ধ্যায় বাড়ী ফেরার পথে অন্ধকারে একদল দস্যু
আমার শেষ রঙ টুকু কেড়ে নিল......।
আজ আমার কোন ভুবন নেই, কোন রঙ নেই,
শুধু আছে এক অদ্ভুত আঁধার ।
শুধু একটা প্রশ্ন, ধর্ষিতা পরিচয় টা কি সব পরিচয় কে আড়াল করে?