খুঁজে ফিরি নিজেকে, উৎসব প্রাঙ্গনে, মানুষের কোলাহলে।
ঝিরঝির বৃষ্টি তে , জলে ভেজা মাঠে ।
রৌদ্র তপ্ত দিনে, অপরানহের আলোয় ।
ঘরে ফেরা মানুষের ভিড়ে............।
অবিরাম খুঁজে ফিরি শুধু নিজেকে,
এ কেবল খোঁজা নয়,
অস্তিত্ব কে পাওয়ার এক নিরন্তর প্রয়াস ।
শুধু খুঁজে ফেরা আমার আমি কে ।