আরও একবার ছুঁয়ে দেখতে চাই
সেই উসকোখুসকো চুলের,
শিশুতোষ সরলতা কে ।
ছুঁতে চাই দুটি গভীর ,উজ্জ্বল কালো চোখের
মায়াবী আকুলতা কে ।
তোমার চারপাশে উড়ে বেড়ায় আমার ভালবাসার
কানামাছি ।
ছুঁতে চাই সেই হাত দুটো কে,
যার স্পর্শ আমাকে জাগায় গভীর ঘুম থেকে ।
সেই স্পর্শ যা আমাকে হাসায় ,কাঁদায় , ভালবাসায় ।
আমার মনের জানালায় জমে ওঠে বিন্দু বিন্দু শ্বাস,
সুতীব্র স্পর্শের আকাঙ্ক্ষা জেগে থাকে ......আমার মনে ,
শুধু পারিনি ছুঁতে তোমার তোমাকে ।