ঘরে ঘরে সান্ধ্য গীতি থেমে গেছে,
কতগুলো মানুষের বীভৎস অত্যাচারে ।
সান্ধ্য গীতি কি আর বাজবেনা?
ছিন্ন ভিন্ন হয় স্তব্ধ রাত,
শুধু বাতাসে ভাসে বারুদের গন্ধ ।
ঘরে ঘরে সান্ধ্য গীতি নয়,
বেজে ওঠে কান্না,হাহাকার
বুকফাটা আর্তনাদ.....................।
কারো বাবা, কারো ভাই,
কার স্বামী আবার কার পুত্র...
প্রান দিয়েছে ।
আজ কেউ বাবা,ভাই, স্বামী অথবা পুত্র নয়,
আজ সবাই মুক্তি যোদ্ধা ।
আবার ভোর হয়......
কানে ভেসে আসে সমবেত কণ্ঠে
"আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি",
আবার ঘরের ছেলেরা বেরিয়ে পরে,
সেই নির্মল ভোরে, স্বাধীনতার স্বপ্ন চোখে নিয়ে
স্লোগান দেয় "জয় বাংলা"...মুখরিত হয় আকাশ,বাতাস ।