বাবা তোমায় বড্ড মনে পড়ে
ছোটবেলায় যেতাম যখন তোমার কোলে চড়ে,
চারপাশটা দেখতাম অবাক চোখে চেয়ে,
একটু হেঁসে বলতে তুমি পাগলী আমার মেয়ে।
খেলতে তুমি আমার সাথে আমার খেলাঘরে,
সেসব কথা আজও আমার ভীষণ মনে পড়ে,
তারায় ভরা রাতের আকাশ যখন আমায় ডাকে,
তাকে বলি, বলতে পারো বাবা আমার কোথায় এখন থাকে?
বলতে তুমি ছোট্ট সোনা কবে বড় হবি?
বড় হয়েছি আমি কিন্তু বদলে গেছে সবই।
তোমার কথা পড়ে মনে সকাল বিকেল সাঁঝে,
শুধু জেনো তোমার সোনা ভীষণ ভাল আছে।
শূন্য তোমার স্থানটা আমি ভরাবো কি দিয়ে?
তুমি গেছ আমার শৈশব সঙ্গে করে নিয়ে ।