আমার ভাবনার ধ্বংসস্তূপ ঘিরে থাকে এক নাগরিক অন্ধকার...
এই শ্বাস রুধধকর বিষণ্ণতার চোরাবালি,
আর মনখারাপের কাঁটাগাছ,
এই সবই আমার অস্ত্বিত্বের ইট, কাঠ, পাথর।  
বয়ে যাওয়া সময় জুড়ে থাকে বোকা বাক্সের দিনরাত্রি,
এই ব্যাটা আর ওই ব্যাটার গপ্পো,  
আর কিছু নীরবতা ।
একটা পাখিও ডাকে না আর,
গায় না কোনও গান,
আসে না কোনও বৃষ্টি...
শুধু আছে বিষণ্ণতার বিষ বাষ্প
আমার নেই কোনও চাওয়া পাওয়া
নেই কোনও হাসি ,
নেই কোনও ভালবাসাবাসি ।
আমি পথিক,
আমার আছে পথ ।