ইচ্ছে করে ডানা মেলে ভেসে বেড়াই মেঘে
ইচ্ছে করে ফিরব না আর সবাই মরুক ডেকে
ইচ্ছে করে সমুদ্রের ঢেউ হয়ে ভাসি
ইচ্ছে করে বালির চড়ায় যাই আর আসি
ইচ্ছে করে গোলাপ হয়ে বাগানেতে ফুটি
ভোরবেলার সূর্য হয়ে আকাশেতে উঠি
ইচ্ছে করে ঝড় হয়ে ধ্বংস করি সব
আমি এলেই করবে সবাই গেল গেল রব
ইচ্ছে করে শিশির হয়ে ঘাসের বুকে পড়ব ঝরে
কালবৈশাখীর হাওয়া হয়ে বইব আমি বেশ জোরে
ইচ্ছে করে প্রেম হয়ে থাকি সবার মনে
আমায় নিয়ে লিখবে কবি বসে ঘরের কোনে
ইচ্ছে করে বিরহকাতর রাত্রি হয়ে থাকতে
দেখব তাকে অন্ধকারে একলা বসে কাঁদতে
ইচ্ছে করে ইচ্ছেগুলোকে দিই ইচ্ছে ডানা
ভেসে বেড়াক ইচ্ছেগুলো করবে না কেউ মানা