পেট থেকে টেনে টেনে কথা বের করে আনে,
হৃদয় আর মস্তিষ্ক, মিলেমিশে এই দুই জনে।
কত লেখাই পড়ে মানুষ বইতে অথবা কাগজে,
কিন্তু এই সাধারণ কথাটাই ঢোকেনা মগজে !
সবচেয়ে আশ্চর্য ব্যাপার বলে আমার মনে হয়,
মানুষের মনটি, মানবদেহের কোথায় লুকিয়ে রয় !
জেগে চুপ করে ভাবা, অথবা স্বপ্নে হারিয়ে যাওয়া,
এই আছে, এই নেই, সবসময় চিন্তা-চিতার ধাওয়া!
প্রয়োজনে ঠিক সময়ে, পছন্দসই মুখোস পরা,
হাসি না পেলেও হাসি হাসি মুখ করে থাকা !
অথবা অযথাই মুখটাকে বেশ গম্ভীর করে রাখা !
এতো অভিনয় শেখায় কে যে, অথবা কারা ?
কেউ কেউ নাকি বোঝে সব স্বপ্নের মানে,
সত্যিই ! নাকি এসব গল্প কথা, কে জানে !
চিন্তাশূণ্য হয়ে সজাগ থাকলেই, থাকা ধ্যানে ?
সব জানলেই, যায় কি ধরাকে সরা জ্ঞান করা !
কত সব উপদেশ দেন, আছে যত জ্ঞানী গুণী জন,
কিছুতেই তবু ভরে ওঠে না, মানুষের জিজ্ঞাসু মন।
প্রশ্ন জেগে ওঠে অনুক্ষণ, জলের ঢেউয়ের মতন।
উত্তর পেলে ভালো, না পেলেও চলে, এই তো জীবন !