নদীর চলাকে থামাতে চেয়ে দাম, নিজে ভেসে যায়!
চলমান জীবনে, মানুষের থামার উপায় নেই,
অচেনা পথকে বরণ করতে হয় জন্মের পর থেকেই।
কোনো রাস্তাকে দূর থেকে দেখে,
মনে হয় যেন কোনো এক নামহীন নদী।
হাতছানি দিয়ে ডাকে, যেন গল্প শুনতে চায়,
কিন্তু নিজে নীরবে চুপ করে থাকে।
একনাগাড়ে কত কথা আর একা একা বলা যায় !
শুনতে শুনতে একটা সময় নদীও হাঁপিয়ে ওঠে।
অচেনা পথ আবিষ্কারের আনন্দ পেতে,
নদী বোধ হয় তখন নেয় বাঁক, তার পথ বদলায়।
পথের সাথেই কোথাও না কোথাও যেতে হয়,
আর সে পথ যদি নতুন হয় ? শুরুটা জানা,শেষ নয় !পথ চলার আনন্দটা কিন্তু বহুগুণ বেড়ে যায়।
চেনা পথে চলাকে মানুষের কাজ বলে মনে হয়,
অবসাদ ঘিরে ধরে, যদি সেই পথে একলা যেতে হয়।
ধারণা, আছি বেশ দাঁড়িয়ে এই বর্তমানেই।
আসলে অবশ্য বর্তমান বলে কিছুই নেই,
চলেছি আমরা সকলে ভবিষ্যতের পানেই।
অজানা পথের শেষে যতদূর করা যায় দৃষ্টি বিস্তার,
তাকেই অন্য কোনো ভাষাতে বলে ভিস্তা ।
অচেনা রাস্তা মানুষকে স্বপ্ন দেখতে শেখায় !
ঘোরে ফেলে দিয়ে, কি করে যেন মন ভোলায়।
কখনও কখনও ঘরের চার দেয়ালকে,
যেন খুব চাপা বলে মনে হয় !
নিঃশ্বাস নেওয়াও যেন হয়ে ওঠে দায়।
এক দেয়ালে যদি থাকে সবুজ গাছ সহ ভিস্তার ছবি,
ঘরটাকে দেখে আগের চেয়ে বেশি বড় মনে হয়।