এমন একটা বই চাই, ভাবনায় পড়তে পারবে সবাই,
পশুপাখি আর সব মানুষদেরও কিন্তু পড়া চাই ।
আর বই দিবসে বইটা পড়ে রেখে দিলেই চলবে না,
তাহলে তো লেখকের কথা কেউ মনেই রাখবে না ।
রোজ একটু একটু করে এক জীবনের গল্প পড়বো,
রাত জেগে জেগে নিজের দুচোখের দৃষ্টি ক্ষয় করবো।
আমি একেবারে অন্ধ হয়ে গেলে ? তারপরে ?
থাকতে পারবে কি আমার থেকে মুখ ফিরিয়ে !
আমি নির্ভয়ে বিশ্বাস করে রাখবো হাত তোমার হাতে,
হারানোর ভয় আর থাকবে না,পথ চলবো তব সাথে।
প্রথমেই যদি "অ এ অজগর" আসে আমায় তেড়ে ?
জানি তো ! আগে তুমি দেখেই নেবে, মারবে তারে ।
বই যখন পড়তাম, লেখকের নাম কি আর জানতাম !
মনে পড়ে, সুবোধ হবার কথাটা মন দিয়ে ভাবতাম।
এখনকার শিশুদের অতশত ভাবনার সময় কোথায় !
তবে সিলেবাস শেষ করতে পাঠ্যবই যদিও কেনা হয়।