স্বাগতম ! স্বাগতম ! স্বাগতম !
ফাটছে বাজি দমা দম, দমা দম।
হৃদয়ের শব্দ শুনেছি পুরো সাত মিনিট,
ঘড়িটা তাল মেলাতে পারেনি এতক্ষণ ঠিক।
বাজি গুলো যেই ঘড়ির সাথে পা মিলিয়েছে,
আমার হৃৎস্পন্দনটাও যেন স্বাভাবিক হয়েছে।
"হ্যাপি নিউ ইয়ার !" জানাই আমি সকলকে,
নতুন আরেকটি বছর শুরু হলো যে আজকে।
সারা বছর যেন সুস্থ থাকে সাথিদের শরীর ও মন,
খুশিতেই কেটে যায় যেন আমাদের সকলের জীবন।
এখন ঘড়িতে রাত বারোটা বেজে মিনিট পনেরো,
দু হাজার ফেটেছে হয়তো, চব্বিশ ফাটবে আরো !
জেগে আছে অনেকেই আছে যত সব বন্ধু ইয়ার,
একে অপরকে জানায় শুভেচ্ছা,"হ্যাপি নিউ ইয়ার !"