দাঁত চেপে কষ্ট সহ্য করা কাকে বলে ?
ধৈর্য কি আর মানুষের সহজেই টলে !
হোক যত ব্যাথা, মুখে টু শব্দটি নেই,
এই পৃথিবীতে সকলেই পারে না,
হিম্মত আছে যার, পারে শুধু সেই।
জানা কথা, উঃ আঃ করে কোনো লাভ নেই,
হয়তো সেখানে থাকেনা শোনবার মতো কেউ !
অথবা বিরক্ত হতে পারে কেউ শুনলেও ।
আহারে ! ইস ! এসব সমবেদনার ভাষা,
মনে তো জাগাতে পারেনা কোনো আশা !
যার যে রকম ব্যাথা, সেটা বোঝে শুধু সেই,
মনবেদনা তার রয়ে যায় মনে মনেই।
দু ফোঁটা চোখের জল ফেলেও শান্তি নেই,
লজ্জার শেষ নেই, কেউ হঠাৎ দেখে ফেললেই!
কি হবে আর একা নীরবে কেঁদে ভেউ ভেউ ?
তার চেয়ে ঢের ভালো, বাড়ানো সহ্য শক্তি,
মনে জ্বলে উঠুক তাঁর প্রতি অগাধ ভক্তি।
দুঃখের বেশে এসে যদি সে ভালোবাসে,
দুঃখটা সুখ হয়ে মনে মনে একাই হাসে।
দাঁড়ায় দুঃখী মানুষের পাশে সে অনায়াসে।
দুঃখের হাসি দেখে, আরো দুঃখেরা, যায় ভেসে।