তারিখটা নাকি স্মরণীয় আজ, জুলাই মাসের চার।
ওগো সন্ন্যাসী বীর ! তোমায় আমি জানাই নমস্কার !
জানি তো বেশ,  এ সংসারে তোমার যে মৃত্যু নেই,
মাঝে মাঝেই তুমি, ইচ্ছেমত পোষাক পাল্টাবেই।
প্রতি জনমে হবেই জানি, তোমার আমার দেখা,
অথবা চেনা জানা হবেই হবে, পড়ে অনেক লেখা ।
কাঁচালঙ্কা ভাতের পাতে, আমারও যে বড়ই প্রিয়,
আচারের আম-তেল ভালবাসি,কথাটা মিলিয়ে নিও ।
বাঙালীর জলখাবারের কচুরি ও আলুর দম, আহা !
খেতে এবং খাওয়াতে, কি যে মজা ! বাহা রে বাহা !
হোক না গরীব, মুচি মেথর সবাই ই তো মোদের ভাই,
তাই ওদের শ্রমের মূল্য দিই, মন থেকে শ্রদ্ধা জানাই।
নর রূপে নারায়ণের দেখা মিলবে কোথায় বলা যায় !
প্রতিটি জীবের প্রতিই, তাই তো ভালবাসা থাকা চাই।