বুস্টার ডোজ নিয়ে ফেরার পথে বাজারে,
কিছু আনকমন শাক পড়ে নজরে ।
মানে, যেগুলো সাধারণত আসেনা বাড়িতে,
তিন আঁটি কলমি ও কিছু গাঁদাল পাতার লতা__
আর কিনি একটা তাল, এসব দেখে আমার হাতে,
একজন ডেকে বলে, কচি পটোল আছে____
মোটে পনেরো টাকা কিলো !
আমি তো অবাক ! ভাবি, আজ কপালটা খুব ভালো।
তালের ক্ষীর খেতে তো বেশ, ঠিকই আছে,
কিন্তু এই বর্ষাতে কলমি শাক আর পটল একসাথে !
শিবকালী ভট্টাচার্যের কথায়, পুরাণে নাকি আছে,
বর্ষায় নারায়ণ থাকেন শুয়ে কলমি লতার শয্যায়___
পটোলের কোলবালিশ জড়িয়ে নিয়ে কাছে !
মেঘলা আকাশ, কাশ ফুল নেই, তবে শরৎ এসেছে !