মরুভূমি হতে, ঠিক কতটা আছে যে আর বাকি ?
তোমরা কেউ সে সময়টা, অনুমান করতে পারো কি !
চোখে আজ নেই জল, শুকিয়েছে, আছে শুধু জ্বালা,
যুদ্ধ থামাতে পারে, আছে কি এমন কোনো পাত্র ?
পৃথিবী রাজকন্যা তাঁকেই পরাবে যে বিজয় মালা !
চাই আবার, পথিকের প্রাপ্য, বাতাসা ও জলসত্র ।
গাছ বৃষ্টি নামাতো আগে, মেঘকে দিতো প্রেমপত্র !
"আল্লা ম্যাঘ দে পানি দে" গানে উঠোন ভরে উঠতো,
ছেলেপুলেদের ধরে আনা ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি !
গুজব নাকি বিশ্বাস,অথবা ফালতু যত সব অনাসৃষ্টি।
শুনেছিলাম রাজস্থানে নাকি তাপমাত্রা চল্লিশ ছাড়ায়,
আজ এই মধ্যবঙ্গেই চল্লিশ এর ওপরে তাপ ছড়ায় ।
তাও মোটে একদিন হঠাৎ নয়, রোজ রোজ প্রায় ।
পৃথিবীতে আজ অকারণ যুদ্ধে,মানুষ যে তাপ বানায়,
ভোগ করতে হবে,সেই অতিরিক্ত তাপ যাবে কোথায়!
যুদ্ধ ইউক্রেন ও রাশিয়ায়, ইরান, ইয়েমেন, সিরিয়ায়,
আমাদের কি! আমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই।
পুড়লে, আগুনের আঁচ লাগে দেবালয়েও খুব সহজে।
অনেকেই বলতেন শুনতাম, "যুদ্ধ নয়, শান্তি চাই !"
একান্ত প্রার্থনা জানাই সকলের কাছে আজ তাই, মানুষের মাথা ঠাণ্ডা হোক, আছি তো শান্তির খোঁজে।