ভালো, তারপরে নুন, কথাটা বোঝা গেল ?
আরে বাবা____ ! বাংলায় গুড আফটার নুন !
নুন খেলেই শুধু নয়, এমনিতেই গাই গুণীর গুণ।
আর বিকেল কিংবা নুনের গুণ নেই, কারা বলে ?
ভালো কি লাগেনা তাদের, বিকেলে বেড়াতে গেলে !
আলুনি তরকারি বা খিচুড়ি যদি দেওয়া হয় খেতে ?
চেয়ে কি নেবে তারা তা, আরেকটু নিজেদের পাতে ?
হাই প্রেশারে বেশি নুন খাওয়া নাকি খুব ক্ষতিকর,
তাই বলে কি জীবন থেকে, নুনকে করা চলে দূর !
আর নুন মানেই যে সস্তা, সে সব দিন গেছে চলে,
অবাক হবার মতো ঘটনা নয়, আয়োডিন যুক্ত নুন,
চল্লিশ টাকা থেকে ছাপ্পান্ন টাকা কিলো বিকোলে !
মিনারেল যুক্ত প্রাকৃতিক নুনের দাম আকাশ ছোঁয়া !
কম কথা ! গোলাপী নুন আপনজনের পাতে দেওয়া!
গোলাপী রঙের গোলাপ, বিকেলের মায়াবী আলোয়,
প্রিয় জনের হাতে দিতে, অনেকেরই তো সাধ হয় !
কেমন হয় তার বদলে যদি এক কেজি গোলাপী নুন,
ভালোবেসে তার হাতে তুলে দেওয়া যায়, শক্তি হয় !
রাজকুমারী বাবাকে নুনের মতো ভালোবাসে বলাতে,
রাজার বুঝতে ভুল হয়ে কি অনাসৃষ্টিটাই না ঘটেছিল,
আধুনিকা কি রাগ করবে, দিলে এমন উপহার হাতে !