বেদনাকে বলেছি কেঁদো না-এর আবৃত্তি

রত্না দেব বিশ্বাস ভৌমিক
আবৃত্তিটি ৫২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/০৮/২০২২, ১৮:৩৬ মি:

প্রাসঙ্গিক

কবিতা বেদনাকে বলেছি কেঁদো না হেলাল হাফিজ

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

  • ২৬/০৮/২০২২, ০৪:০১ মি:
    যত্ন করে কবিতা লেখা ও আবৃত্তি পাঠ/সম্পাদনা শেষে শিল্পে নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন। বাংলার সমাজে শিল্প সাহিত্য বিকাশে আপনার মহান এই কর্মযজ্ঞকে অনেক অভিনন্দন, প্রিয় কবি।
    সেই সাথে আজকের পাঠের জন্য অনেক অভিনন্দন।
    • ২৬/০৮/২০২২, ০৬:২২ মি:
      নতুন লেখা কমই লিখছি।
      ঝুলিতে রাখা আগের লেখাই খরচ করছি।
      একটু শরীর খারাপ হলেই ভয় পাচ্ছি।
      মনে হয়, আজ পাঠ করতে পারবো তো !
Ratna Deb Biswas Bhowmik Paula Bhowmik 's recitation Said To Sorrow Do Not Cry published on this page.