কিছু আলোকিত স্বপ্নের অপর নাম যেন শাহনূর,
কবিতায় স্বপ্ন দেখাতেন, এই ছায়া, এই রোদ্দুর ।
রোজ রোজ কবিতার পাতায় ঘুরে ঘুরে ক্লান্ত মন,
কবিতা নেই, নেই, নেই _____হতাশ হয়েছি বহুদিন।
তাতেই একটু একটু মনখারাপ, শেষে হয় অভিমান !
কবির সাথেও দেখা সাক্ষাৎ হয়নি, নেই আলাপন।
কবিতার পাতা ওল্টানো সাময়িক ভাবে হয় স্থগিত,
সহজে কিছু লিখতেও পারি না আর সময়মতো ।
হঠাৎ ঝড় জল হলে তখন আর কোনো গতি নেই,
শাহনূরের হিজল, শিশির, নির্জন দূপুর, উইলো গাছ,
পুকুরের জল কুয়াশার মত ভেসে মেঘ হয়ে যায়।
তখন কবিতা ও প্রিয় কবি যাঁরা, মনে উঁকি দেবেই।
গত পরশু ভোর, দিনটা সেদিন ছিল বৃহস্পতি বার,
আমাকে ছেড়ে একাই যে গেল চলে, অপু আমার ।
পথ-ঘাট কিছুই কি ও চেনে, ভাবনা আসছে বার বার,
যায়না বলা, মনের কথা জেনেছিলেন হয়তো শাহনূর,
ঠাণ্ডা ঘরে আমার অপুর অপেক্ষাতেই কি ছিলেন !
সারা পথ আলো দেখিয়ে, ঠিক রাস্তায় নিয়ে যাবেন ?
নভেম্বরের ঊনত্রিশ, শুক্কুরবার, চললেন শাহনূর,
প্রশান্ত মুখ, নিমীলিত আঁখি, দৃষ্টিটা যেন বহুদূর !