মনের মত করে একটা গাছের ছবি আঁকতে চাই,
শুধু ওপরের ডালপালা গুলো থাকলেই যথেষ্ট,
নিচের মূল শেকড়,শাখা মূল,মূলত্র থাকুক মাটিচাপা,
অতকিছু স্পষ্ট করে দেখানোর দরকার নেই।
নানান অস্বস্তি,কষ আর কটু স্বাদের আছে যত স্মৃতি,
ইতিহাসের কবরে থাকুক শান্তিতে, হোক তা বিস্মৃতি।
সারাজীবন ধরে যত সম্পর্কে জড়িয়ে আছে জীবন,
প্রতিটি ডালপালায় আর তাদের পাতা, ফুল ও ফলে,
ঠিকঠাক ফোঁটে যেন সকলের খুশি ও আনন্দিত মন !
একটু বাতাসেই যেন সেই অনুভুতিগুলো বেশ দোলে।
থাকবে সবুজ, গাঢ় সবুজ, হলুদ, কমলা রঙের পাতা,
টুপটাপ কিছু নাহয় পড়বে খসে, কিছু নোয়াবে মাথা।
আর, ফুলেদের কিছুতেই নির্দিষ্ট রঙ থাকা চলবে না,
এক এক সময়ে এক এক রঙের ফুলের হবে সমাহার,
সুবিধে থাকতেই পারে কখনও নানা রঙ মেশানোর !
কখনও হলুদ, কখনও সাদা, লাল বেগুনি বা নীল ,
ফুল ঝুলবে থেলো থেলো, ধরবে থোকায় থোকায়___
ওদের কিন্তু থাকবে গায়ে গায়ে লেগে থাকার স্বভাব,
ছেড়ে যেতে হবে জেনেও ওদের মধ্যে দারুণ মিল ।
আর সারাক্ষণ ঝরে পড়বে অনবরত কিছু কিছু ফুল,
নিচের সবুজ ঘাস জমিতে ছেয়ে থাকবে সাদা, নীল,
অথবা হলুদ,লাল,গোলাপী, কমলা কিংবা আশমানী!
কত রঙের ফুল যে আছে পৃথিবীতে,আমি কি জানি !
মোটকথা, মানুষের সাথে মানুষের সম্পর্ক গুলো,
যেন হয় ঐ ফুলগাছের ফুলদলের মতোই খুব সুন্দর,
তবেই রাজি আমি, "সম্পর্ক" নাম দিতে ঐ গাছটার।