উপনাসিকা বটে, পুনর্ভবা আসলে একটি নদীর নাম। এগিয়ে চলাই  একটি পরিপুর্ণ জীবনের পরিনাম !
এই চলমান মানুষের জীবন আর নদীর চলন,
এই দুই এর মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেলাম।
এই পুনর্ভবা নদীটি আমাদের ভারতবর্ষ আর ___
অধুনা বাংলাদেশের মধ্যে করছে সীমা নির্ধারণ ।
নদীটি নিজের মনে বয়ে চলেছে বহু যুগ হতে,
হয়তো পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে ভিন্ন খাতে ।
দেশভাগের ফলে কতজন ফিরছে জীবন নিয়ে হাতে। যেমন ছিন্নমূল হয়ে নিজেদের জীবনতরী ভাসিয়েছে,
জীবিকার কারণে বা অকারণেই দেশকে ভালোবেসে,
কেউ কেউ হয়তো পছন্দের দেশে থেকেও গেছে । এমনই এক পরিবার এই গল্পে ভাগ হয়ে গেছে,
ভিন্ন দুই দেশে পরিবারের মানুষেরা অবস্থান করছে ।
তবুও সকলের মন যেন এক অদৃশ্য সূতোয় বাঁধা,  পরিবারে সদস্যদের মনের টান এত গভীর _____
তাদের কি আটকাতে পারে কাঁটাতারের বাধা ! নিখিলেশ আর অখিলেশের মা অনুপমাদেবী,
যতদিন‌ বেঁচে থাকবেন‌ ততদিন তো অসম্ভব !
ইউটিউব এ "পুনর্ভবা" সার্চ করলেই জানবেন সব।


https://youtu.be/uX9QKI3WElk