তোমার জন্যে রেখে যাবো গাছের সবুজ পাতা,
আর দেবো একটা মস্ত বড় নীল আকাশের খাতা ।
দিতে পারি তোমায়, অর্জিত এই নারী স্বাধীনতা !
রান্না ঘরের কোনে, কালি ঝুলিতে বন্দী থেকোনা,
অন্যায়ের প্রতিবাদ/প্রতিকার করতে তুমি ছেড়ো না।
কালী ঠাকুরকে তো লোকে ভয়েই ভক্তি করে,
হাতে খাঁড়া, গলায় মুন্ড মালা, তাই তো মা পরে ।
হয়ো না তুমি লবঙ্গলতিকা, শুধু মাত্র মনোহরা,
নামটা তোমার হতেও পারে গ্ৰেটা কিংবা লোপামুদ্রা।
করো পড়াশুনো,সন্তানকে সুশিক্ষা দিতে হবে,জেনো।
হাতে থাকবে তোমার ঘোড়ার জিন অথবা এরোপ্লেন,
চাইলে যেন চালাতে পারো, অনায়াসেই ট্রেন।
নীলাম্বরী শাড়ি, কুর্তি, জিন্স টপ, সালোয়ার, চুরিদার,
তা না হলে, গরমে পড়তেই পারো পালাজো বাহার।