কাগজের উপর কলম দিয়ে, না দেখে,
একটা ছবি আঁকুন দেখি সাইকেলের !
নো চিটিং প্লিজ, টিচার হয়ে যান নিজের।
আঁকা টা হয়ে গেলে, তারপর আসল সাইকেল, অথবা সাইকেলের ছবির সাথে মিলিয়ে নিন।
মেকানিকালি কি কি ভুল ছিল ?
সাইকেলটা প্যাডেল করলেই কি চলতো ?
নাকি এঁকেছেন একদম পারফেক্টই !
ছাত্র নিজেকে নম্বর দিন শিক্ষক নিজেই ।
কত পেলেন ? সেটা কি বলা যাবে !
আচ্ছা,আচ্ছা, ঠিক আছে, না বললেও চলবে ।
এ তো আর পরীক্ষা নয়, এখানে পাশ,ফেল নেই !
নমস্কার ! নিজে ভালো থাকবেন,
পারলে অন্যদেরও ভালো রাখার চেষ্টা করবেন।



("না দেখে" মানে কপি না করে। চোখ বন্ধ করে নয়।)