মাতৃত্ব যে মেয়ে জন্মের পরম প্রাপ্তি,
যত কষ্টই হোক কথাটা কিন্তু সত্যি।
মেয়েবেলা কেটে গেছে রান্নাবাটি খেলাতে,
বড় হয়ে মা হবার কথা, ভালো লাগতো ভাবতে।
তবে ব্যতিক্রম ছিলো, আছে, ও থাকবে।
আশা ছিল, সমাজ ভালো টুকু বেছে নেবে।
আগে বিত্তবান কিছু বাড়িতে রাখা হতো দুধ মা___
অসম্মত হতেন মা, মাতৃদুগ্ধ করাতে পান,
মেয়েরা পড়াশোনা শিখছে, পাল্টেছে দিন !
নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে।
কিন্তু কারো কারো যে এতে মাথাটাও বিগড়ে যাচ্ছে!
প্রথমত বিয়েতে আপত্তি, লিভ টুগেদারই যথেষ্ট,
কথায় বা আচরণে অনেকেই বুঝিয়ে দেয় স্পষ্ট।
বিয়ে করলেও আরেকটা চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে,
সন্তানের জন্ম দেওয়ায় পুরুষ ও প্রকৃতির অবদান,
হওয়া চাই তুলা দন্ডে মেপে একদম সমান সমান।
কেন একা বধুটিই করবে তার শরীরে সন্তান ধারণ !
আছে সরোগেট, পাল্টানো যায় ভ্রুনের বাসস্থান !
কাগজে কলমে টাকা পয়সার উল্লেখ থাকেনা,
বিনা স্বার্থে কি উৎসাহ পান সরোগেট মাদার !
আসলে মায়ের পেটের থলিও বিকোয়,
নাড়ি ছেঁড়া ধন, বাধ্য হয়ে গরীব মা ____
অন্য কারোর হাতে তুলে দিতে বাধ্য হয়।
যদি আসল বাবা-মায়ের ক্ষেত্রে কোনও জটিলতা,
বা শারীরিক প্রতিবন্ধকতা থাকে তখন মানা যায়।
কিন্তু দুজনেই সুস্থ,মা হবার কষ্ট স্বীকার করতে__
শুধু রাজি নয়, সেই মাকে কি আসল মা মনে হয়?