ছোট্টো এক রাস্তা কলকাতার,
"স্বর্ণলতা স্ট্রিট" নাম যার।
মন হয়তো আছে, তবে আত্মা নেই,
কি এসে যায় তাতে কার !
স্বর্ণলতা কোনো সত্যি মানুষ নয়,
কাল্পনিক নারী, এক উপন্যাসের।
ভাগ্যিস কিছুটা লেখাপড়া শিখেছিল,
তাই তো বিপদ থেকে তার, হয়েছিল উদ্ধার।
রাস্তায় রোজ, হাজার লোকের লাথি,
কেউ কখনো হয় কি, তার সমব্যাথী !
দুই পাশে বীথিকা, মাঝখানে লাল সুরকি,
"রেড রোড" নামটা, তাই হয়েছিল কি ?
স্বাভাবিক ভাবে গড়ে ওঠা নাম মানায় না!
তাই কি মানুষের নামে, নাম রাখার বায়না !