"কালকে মেটা বললো একটা সার্ভে করতে চায় ।
আমি রাজি কি না । আমিও রাজি হয়ে গেলাম। তারপর আমাকে পরপর অনেক গুলো প্রশ্ন করল।"
"কি প্রশ্ন করল ?"
"সে কি আর এখন মনে আছে নাকি ? ভুলে গিয়েছি !"
"বাঃ রে ! একটা প্রশ্ন ও মনে নেই, তাই আবার হয় নাকি !"
"না, মনে নেই ।"
"আচ্ছা বুঝলাম, কিন্তু কোথায় !"
"আরে বাবা ফেসবুকে !"
"সে তো বোঝাই যাচ্ছে, সারাদিন তো ফেসবুক নিয়েই আছিস ।"
"তো ! তুই কি ধোওয়া তুলসি পাতা ? তোর নেই ফেসবুক ! "
"থাকবেনা কেন ? তবে আমি তো আর তোর মত আড্ডা দিই না !"
"সে তো গাড্ডায় পড়ার ভয় আছে বলেই !"
"বল না, মেয়েটা কোথাকার ?"
"মেয়ে ! এর মধ্যে মেয়ে কোথা থেকে আসল ?"
"তুই ই তো বললি সার্ভে করতে চাইল ।"
"ধুস্ , মেয়ে টা নয় রে হাঁদা মেটা, মেটা। শুনিসনি নামটা ? মেটা___ , বেটা____ .......!"
"ওঃ তাই বল্ ! এবারে বুঝলাম। তাই ভাবছিলাম.... এমন উচ্চারণ করিস ! বোঝা যায় না মেটা বলছিস, নাকি মেয়েটা বলছিস !"