চিন্তা রোগ বড় রোগ।
সমস্যা ছাড়া সময় উপভোগ !
যে কোনো পরিবর্তনকে মেনে নিতে হয়,
আজকাল আবেগের মূল্য কে আর দেয় !
সকলের জন্যে ভালো ভাবনা রাখা চাই,
দুশ্চিন্তাগ্ৰস্ত মানুষ থেকে দূরত্ব তাই ।
নারকোলের মতো মন নিয়ে ভাসা যায়,
সেই কাজটা করে, নারকোলের ছোবড়াই।
কোন পথে যাব, পছন্দ তো নিজের ওপর,
প্রয়োজনে নিজেকে বদলানো দরকার।
যেতে হবে জীবনের পথে বহুদূর,
মিলতেই পারে পথে পথে ঠোক্কোর !
হয়তো চোখের সামনেই বন্ধ হবে দুয়ার,
ভয় কি ! ভাসবো আবার, যখন আসবে জোয়ার।
দুটো রুটি আর সুস্বাদু জল পেয়ে গেলে,
বেঁচে যাবে প্রাণটা, যে কোনো তীরে ঠেকলে।