কাঁটা থাকা মানেই যে, সে শত্রু, তা মোটেই নয়,
আত্মরক্ষা করার কারণেও কাঁটা রাখতে হয়।
গোলাপী লজ্জ্বাবতীতে কাঁটা যেমন থাকে বেশী,
ছোঁয়াতে লজ্জ্বা পেলেও, ফুল ফুটিয়ে থাকে খুশী।
সাদা লজ্জ্বাবতীর ফুল হয় গোলাপী অথবা সাদা,
বাগান ছাড়া ওদের টিঁকবার উপায় নেই, এতই হাঁদা।
লজ্জ্বা নাকি শুধুই নারীদের ভূষণ, রটেছে জগতময়,
তাই বলে নির্লজ্জ হওয়া কিন্তু কারোরই উচিৎ নয়।
শত্রুকে ঠেকাতে,ভয় দেখাতে,কাঁটা দেখানো জরুরী,
কাঁটার কারণে কাঁচা ফল কেউ পারেনা তড়িঘড়ি।
অবশ্য কাঁচা কুলের স্বাদও কেমন যেন কষ কষ,
ডাঁসা কিংবা পাকা না হলে, পাওয়া যায় না মিষ্টি রস।
আজকাল পরীক্ষা তো হয় যখন তখন, বছরভর,
মাসে-তিনমাসে যোগ হতে থাকে সারা বছরের নম্বর।
ষান্মাসিক আর বাৎসরিক পরীক্ষার তোড়জোড় !
এখনকার দিনে এসব কিছুর দেখা পাওয়া ভার।
সরস্বতী পূজোর আগে বাজারে উন্নত প্রজাতির কুল,
দেশী কুলের স্বাদ পেতে কেউ কি আর হয় আকুল !
কেউ হয়তো এখনও বানায় মিষ্টি কুলের আচার,
ঘরে রেখে রেখে যা খাওয়া যায় সারাটি বছরভর।
কোনো বন্ধু কি পরামর্শ দেয় কাউকে আর ?
নিজের বাড়ির বয়াম থেকে আচার চুরি করার !
ভয় নেই ভাই ধরা পড়ার, কিংবা ধোলাই খাবার,
যত ছোটো চুরিই হোক, তবু চুরি কাজটা, লজ্জ্বার।