"পাঞ্জাবকে ভারতের ফুটবল বলে ! তাই........কেন ?
পাঞ্জাবের ম্যাপের আকৃতি কি গোল? ফুটবল হেন !"
"আরে না না ফুটবল নয়,কথাটা আসলে ফুড-বাওল,
ইংরেজী শব্দটার বাংলা খাদ্য দ্রব্যের পাত্র,যা গোল।"
ও বুঝেছি, কিন্তু অন্য একটা কথা মাথায় আসছে,
গাছের ডালে যে কোকিল এ বসন্তে প্রথম ডাকছে !
যেন জিজ্ঞেস করছে, ফুটবল এর বাংলাটা কিইইই ?
আসল কথা, একুশে ফেব্রুয়ারি আজ, মনে পড়ছে।
দিনে দিনে কত রকম ভাষাই না এসেছে একে একে,
প্রয়োজনের খাতিরে বাংলা পাল্টে নিয়েছে নিজেকে।
অন্য ভাষা থেকে শব্দ নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে,
অন্য ভাষাকে কিছু কিছু শব্দ দানও হয়তো করেছে।
বাংলা ভাষা নাকি পাখির বুলির মতো মিষ্টি, সুরেলা,
প্রাণের দামে, ভাষা দিবসের সম্মান পেয়েছে বাংলা।