গতকাল রাত তখন হবে দুটো বা আড়াইটে হবে,
চারদিক নিস্তব্ধ অথচ তার মাঝে কোকিল ডাকে।
না, না, না একটা পাগলা কোকিল সে তো নয়,
কুহু কুহু কুহু কুহু ডাক, চারদিক থেকে শুধু নয় !
ঈশান, নৈঋত, ঊর্ধ আরও যে আছে কত দিক,
গভীর রাতের মৌনতা ভেঙে খানখান,একদম ঠিক।
তারপর থেমে গেল এইসব কোকিলের কোলাহল,
হঠাৎ একটি কোকিল কুউউউউউউ ডাক ডাকতেই,
অনেকটা দূরে আরেকটি এমন কোকিল সাড়া দেয়।
অন্য কোকিলের দল গুলোও হয়তো আমার মতন,
ঐ মধুর স্বর শোনার লোভেই একদম চুপ করে মান।
আজ একটু আগেই একটা কোকিল কুউ ডেকেছে,
কেউ কুহু কুহু কিংবা কুউ করেনি, তাই চুপ করেছে।
অবশ্য সারা রাত এখনও বাকি,জানিনা কি ভাবছে।