গুড আফটার নুন কথাটি, বলা ছেড়েছি বহুদিন,
যদিও এসব বলে থাকে রোজ রোজ জনগন।
মুখে নয়, মোবাইলের মেসেজে থাকে যাদের মন।
বলি না আজকাল সহজে আর গুড মর্নিং।
মনে পড়ছে না, আদৌ বলি কি না, গুড ইভিনিং!
মাঝে মধ্যে কখনো হয়তো, গুড নাইট বলে থাকি,
বুঝি না, আমি কি অনেকটাই বদলে গেছি নাকি !
আসলে মনে হয়, নেই এসব কথায় আগের মতন,
সত্যিকারের মনের টান অথবা মেন্টাল কানেকশন।
শুধু শুধু যেন শেখানো বুলি কপচানো যখন তখন,
শুরু হয়েছে লোক দেখানো শুভেচ্ছা বিনিময়,
আপটু ডেট থাকার প্রতিযোগিতা যে জগৎময়।
এযুগে মেসেজে কথাটাই যে পছন্দের হাল ফ্যাশন !
যে যা খুশি ভাবুক লোকে, আমি তো আমার মতন।