অনেকটাই ছোটো পায়রাদের জীবনের পরিধি,
সবাই কি আর জানে নিজের বাবার পরিচিতি !
আমিও ভুলেছি! জানিনা, কি নাম যে ছিলো তোমার,
ভাবি তখন, যখন ঘটে জীবনে কোনো বড় ব্যাপার !
তখন তোমার কথা, আসে হয়তো অনেকের মনে,
আমার জন্মের সময়টায়, তুমি কি ছিলে ব্রিটেনে !
আমার গায়ে তো রয়েছে নীল রঙের ছিঁটেফোঁটা।
বিশ্বযুদ্ধের সময়, আমেরিকার সৈন্য যখন ফ্রান্সে,
আমেরিকান ব্যাটেলিয়ানকে ব্রিটেনের উপহার টা?
হ্যাঁ, সেই তো হলো শুরু, সৈন্যের জীবন আমার।
আমেরিকান শিক্ষানবীশীতে নিয়েছিল ওরা গড়ে,
সবটাই আমার মাঝে মাঝে, স্বপ্নের মতো মনে পড়ে।
তুমি তো জানো বাবা, আমরা চিনি নিজেদের বাড়ি,
এ,বি,সি,ডি ,মানুষের মুখ, বেশ মনে রাখতে পারি।
প্রথম বিশ্বযুদ্ধের সময় শ পাঁচেক সৈন্যের জাহাজ,
দিশা হারিয়ে পড়ে গিয়েছিলো শত্রু সৈন্যের খপ্পড়ে !
জার্মানদের হাতে অনেকেরই মৃত্যু ঘটেছিলো,
প্রায় দুশো জন তখনও পর্যন্ত যদিও বেঁচে ছিল____
কিন্ত না ছিল খাবার, না অস্ত্র-সস্ত্র ! সব ফুরিয়েছিল ।
অবস্থান না জানায় সবচেয়ে বড় মুশকিল ঘটেছিলো,
নিজেদের দেশের অস্ত্রও যে এসে আঘাত হানছিল !
মেজর চার্লস তখন, খবর পাঠানোর সিদ্ধান্ত নিলেন,
আমাদের মধ্যে তিন জনকে তিনি বেছে নিয়েছিলেন।
সব জানিয়ে পরপর দুজন পায়রাকে হয় ছাড়া,
অচিরেই বন্দুকের গুলিতে মৃত্যুমুখে পতিত হয় তারা।
এর পর তো আমার কর্তব্যের পালা এলো,
মেসেজ লিখে, বাঁ পায়ে কষে বেঁধে দেওয়া হলো।
জানো বাবা, আকাশে তখন আমি একদম একা,
এতওও গুলি ছুটে আসছে, একটুও যেন নেই ফাঁকা।
বাধ্য হয়ে কিছুটা নিচে নেমে আসতে হলো আমাকে,
আবার উড়লাম, একটুক্ষনেই সামলে নিয়ে নিজেকে।
গুলি লেগে পা ছিঁড়ে ঝুলতে শুরু করেছে দেখেও___
আমি ওড়া থামাই নি বাবা ! তোমার মেয়ে পেরেছে !
অসহ্য ব্যাথা সহ্য করেও চল্লিশ কি.মি পাড়ি দিয়েছে।
কতটা সময় লেগেছিলো জানো ! বাবা, তুমি শুনবে ?
মাত্র পঁচিশ মিনিট ! জানি তো আমি ভালো করেই,
এই কথাটা শুনে, তোমার মন যে ভ'রে উঠবেই।
একটা গুলি একেবারে বুক ছুঁয়ে গিয়েছিল !
আর একটা গুলি গিয়েছিলো একদম চোখ ছুঁয়ে !
কিন্তু তবু তো তোমার মেয়ে পারলো, তাইনা বলো ?
"ক্রয়েক্স দ্য গুয়েরে" মেডেলটা কিন্তু মিলে গেল !
আমাকে নিয়ে ওরা, নিউ জার্সিতে ফিরে এলো।
এমনকি আমার মৃত্যুর পর আমার শরীরের ভেতরে, কি সব ভরে, স্টাফড-মূর্ত্তী বানায়, রাখতে চিরতরে।
তারপর আমায় নিয়ে, কত বই-ই না লেখা হলো,
কেউ কেউ তো এই ঘটনা নিয়ে সিনেমাও বানালো!
তুমি কি শুনতে পেয়েছো বাবা, আজকাল নাকি,
এ নিয়ে তৈরী হয়েছে ছোটোদের খেলার ভিডিওগেম!
অবাক হয়ে আমি শুধু ভাবি, এতো ভাগ্য আমার !
বলো বাবা ? তার মানে, সত্যিই মানুষের বন্ধু আমি !
তোমার নিজের মেয়ে, আমি যে তোমার শের আমি।