হার্দি গুর্দি, হার্দি গুর্দি, হার্দি গুর্দি, রাউন্ড এন্ড রাউন্ড,
মেলা টেলায় তো যায় লোকে, ফ্রেশ করতে মাইন্ড।
হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, মেরী গো রাউন্ড !
ঘুরুবে না হয় মাথা বনবন, শব্দ হবে ঠন ঠনা ঠন,
সোস্যাল মিডিয়ায় ভিড় ভাট্টা, কে জোগায় কার মন!
সারাদিন মান, চিন্তা করে যান, আজ কি করবেন ?
হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, মন যে উচাটন ,
হঠাৎ করেই সন্ধ্যেবেলায় এসেছিল দখিনা পবন।
রাখাল রাজা তাকে নিয়ে গেল ফাঁকা মাঠে ঘাটে,
কে দেবে আর বাধা তখন, সূয্যি মামা যে গেছে পাটে।
হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, ফাঁকা মাঠে গোল,
ব্যাগপাইপার-বাঁশী-বেহালার সাথে, বাজাও ঢোল।
মন বলছে, উঠবে ঝড়, সবাই মিলে করবে গন্ডগোল,
শব্দরা সব একের পিঠে একে উঠে, বলবে হরিব্ ল ।
পক্ষিরাজ নাই বা এলো, কাঠের ঘোড়াতেই চাপুন ।
হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, ফিরুক সেই সুদিন,
বয়েস টা তো কমছে না আর, বাড়ছে দিন কে দিন।
মোবাইলে সেলফি তুলে, কত ছবি পোষ্ট করবেন ?
মেক আপ টেকাপ যতই বোলাক, ঘামে ধুয়ে যাবে,
মাটির ওপর রঙের প্রলেপ থাকে আর কয়দিন ?
ঘোড়ায় চড়ে টগবগিয়ে, দেখাও কত আছে হিম্মত !
হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, হার্দি-গুর্দি, করে নাও কসরত।
ভালো পারফরমেন্স করতে পারলে পাবে গোটা মাঠ,
রাখাল রাজার সোজা কথা, শুনতে একটু কাঠ কাঠ।
সুযোগ পেলেই মন্ত্রী, সৈন্য, যে কেউ করে বাজিমাত,
হার্দিগুর্দি-হার্দিগুর্দি-হার্দিগুর্দি, ইয়ে হ্যায় কেয়া বাত !