হঠাৎ বিকেলে রোদের তাপ কমলে, যখন বাইরে যাই,
পশ্চিম আকাশে গোলাপী সূর্যের সাথে দেখা হয়।
হয়তো দুই অথবা তিনবার, ভিন্ন ভিন্ন জায়গা থেকে,
অরুণও তাকিয়ে থাকে, ঠিক যেন আমারই দিকে।
ব্যাগ থেকে মোবাইল বের করে ছবি তুলতে ইচ্ছে হয়,
কিন্তু সবসময় কি আর, যা মনে হয়, তা করা যায় !
ছবি তুললেও, ওঠে কি আকাশের টিপের সত্যি-রঙ !
আচ্ছা, আকাশের কপাল কি পশ্চিম দিকে নাকি ?
কি সব ছাই-পাঁশ চিন্তা আসে, মাঝে মাঝে ভাবনায় !
প্রাচ্য আর পাশ্চাত্য অযথা মুখোমুখি এসে দাঁড়ায়।
সাদা-কালো, ধনী-গরীব, কত যে বিভেদ এ দুনিয়ায়!
অকারণেই মাঝে মাঝে একটু অস্বস্তিও ঘিরে দাঁড়ায়।
সকলেই যার যার কাজে যাচ্ছে, অথবা বেড়াচ্ছে,
সূর্য কি আর নতুন দেখছে, সে তো পুরোনো হয়েছে।
এ সব মুহুর্তগুলো ছোঁয়া কঠিন,অতি দ্রুত বয়ে যায়..
সময়কে কি কখনও, কোনো সময়েই ছোঁয়া যায় !
গোলাপী রঙটা ফিকে হতে হতে কখন যেন সূর্য নেই,
একনাগাড়ে দেখার সময়, সুযোগ,আছে কোনোটাই!
ঝলমলে শপিংমলে, বোঝা যায় না কখন সন্ধ্যা হয় !
অথচ আমার পছন্দ সন্ধ্যের আগের ঐ বিকেলটুকুই,
ভালো লাগলেই কি পছন্দের সবকিছুকে রাখা যায়!
নদীর জলের চেয়েও অনেক দ্রুত যে সময় বয়ে যায়।
সাঁতার শিখিনি বলে আজীবন আফশোষ মনে পুষি,
সময়-নদীতে, সাঁতার কাটতে পারলে কি হতাম খুশি?
সকাল,দুপুর,রাত,ভোর,কিচ্ছু নেই,শুধু প্রিয় বিকেল !
একঘেয়েমি কাবু করবে অবশ্যই, মনটা হবেই বিকল।