ভেবেছিলাম "ভালো, তারপরে নুন",
মানেটা দাঁড়াবে "গুড আফটার নুন" !
কিন্তু অর্থ টা কেমন যেন গেছে বদলে,
বরং "নুনের পরে ভালো" বলা চলে।
আসলেও এবারে কথাটা হয়েছে____
যেন মোটামুটি অনেকটা ঠিকঠাক,
যেমন লাগে আলুনি ব্যঞ্জনে, পরে নুন দিলে।
"সব ভালো যার শেষ ভালো" কথাটা ___
কি আর লোকে এমনি এমনিই বলে !
তাই হয়তো বাঙালি মিষ্টিটা খায় শেষ পাতে,
দিনের শেষে বিকেলের মধুর আলো___
পাওয়া যেতে পারে কি কখনও প্রভাতে !
হয়তো তাই এতো ভালো লাগতো _____
"গুড আফটার নুন" কথাটা বলতে।