"তুমি কেমন আছো সোনা ?" "উঁহু, একদম না ।"
কেন যে তোমার সোনার ওপরে এত মোহ বুঝিনা,
এত দিন ধরে আমাকে জানো, আর মন বোঝোনা !
মানুষের মনের ভালোবাসা মাপার কোনো যন্ত্র হয় না,
একটা কথা জিজ্ঞেস করি, একটু ভেবে বলো না !
কারো জীবনের দাম কি তার সমান ওজন সোনা ?
কানের সোনা নাকি খুলতে নেই, তাই তো ধারন করি,
কিন্তু সোনার কঙ্কন,সে যে লাগে আমার ভীষণ ভারি।
শুধু এটাই নয়, সোনার ছোঁয়ায় যেন গা জ্বলে যায়,
কারোর জোটে না খাবার,আমার হাতে সোনার বালা,
কথাটা ভাবলে,ছুঁড়ে ফেলতে ইচ্ছে হয় সোনার মালা।
যদি কোনোদিন তেমন চোর-ডাকাতের দেখা পাই,
যদি সে একবার বলে,"মা দাও তোমার সোনাদানা"।
হাসিমুখে সব সোনা দিয়ে দিতে পারলে বেঁচে যাই,
ওর ঘরে কদিন ভাত রান্নার সুবাস দূর থেকেও পাই।
সোনা মানেই এক বন্ধন, এ থেকে আমি মুক্তি চাই !
তুমি কি জানো, সোনাকে কেন তুমি ভালোবাসো ?
অপ্রতুলতা, চকচকে সোনালী রঙ, নাকি তার মূল্য !
জানি, আমার এসব বোকা বোকা কথায় তুমি হাসো।
সোনা হতে চাই না, কারণ খাঁটি সোনায় গয়না হয় না,
বাক্সবন্দি সোনার বিস্কুট হয়ে থাকার সাধ ভালো না,
ভেজাল গয়না তৈরি, স্যাকরা ছাড়া কেউ জানে না ।