আগে আমিও ভাবতাম, দুটোরই তো রঙ সাদা,
ভুল করে যদি খোকা দই ভেবে চুন মুখে দেয়___
কেন তাকে বোকা ছেলে বলে, কেন বলে হাঁদা ?
কোনো এক সময়ে, যে লাল কৌটোতে ছাতু থাকতো,
ইদানিং রাখি সেটাতেই আমি,ছোলার ডালের বেসন।
বয়েস হয়েছে জানি, অন্যমনষ্ক যে, সে কথাও মানি।
ঘরকন্না ততটা পারিনা, লেখাপড়াতেই যে থাকে মন।
রাতের খাবারে বাটিতে ছাতু মেখে, সাথে একটু গুড়,
গন্ধটা কেন যেন একটু কাঁচা কাঁচা লাগে নাকে মোর।
নিমেষেই মনে পড়ে যায়, খাওয়া শেষ হতে না হতেই,
ছাতু তো এখন অন্য বয়ামে,ভুলেছিলাম ঐ কথাটাই।
দিনের বেলায় ছাতু আর বেসনে পার্থক্য বোঝা যায়,
হালকা আর গাঢ় রঙে, এবং ছাতুর স্পেশাল গন্ধেই।
রাতেও গন্ধ তো পাওয়া উচিৎ, মনটা থাকে কোথায় !
শুধু বোকা খোকাদের কেন হাঁদা গঙ্গারাম বলা হয় !
এ কথাটাও ভেবে পায়না খুকি, আমি কি গঙ্গারামী ?
তার চেয়ে ভালো বাপু, হয়ে যাওয়া গঙ্গারামের মামী।
মামা তাকে নিয়ে হাসুক, না হয় ভুলো মনের মানুষ,
তবু সকলেরই প্রিয়, এমন কি ভাগ্নের কাছেও দামী ।