কাঁচ ভেঙে টুকরো হলে, আসন্ন বিপদ যায় চলে,
এমন কথা তো শুনেছি, লোকে হামেশাই বলে।
ভূমিকম্প হোক বা না হোক, আয়না পড়ে গেলে,
যদি হয় টুকরো খান খান, অনেক প্রতিবিম্ব মেলে।
হৃদয় ভেঙে গেলে হয়তো সাময়িক কিছুটা কষ্ট হয়,
তাতে রক্তাক্ত হতে হলেও কিছু না কিছু শেখা যায়।
অন্য মানুষ চেনার সাথে সাথেই নিজেকেও চেনা হয়,
অবলম্বন ছাড়াই একা একা থাকা সহনীয় হয়ে যায়।
আয়না কিন্তু কিছুটা সত্যি বলে, তবে পুরোপুরি নয় !
নিজের প্রতিবিম্বকে সকলেই ভালোবাসে মনে হয়।
মন দিয়ে দেখতে হলে, প্রতি প্রতিবিম্বতে দেখতে হয়,
একসাথে সকল প্রতিবিম্ব দেখা মোটেও সম্ভব নয় ।
মানুষের মনের সাথে চেহারাও প্রতি মুহুর্তে পাল্টায়,
ভিন্ন অনুভূতির প্রতিবিম্ব দেখা যায় টুকরো আয়নায়।
পুরোনো, ঘষা কাঁচের বিবর্ণ আয়না ভাঙা ভালোই,
নতুন ফ্রেমের চকচকে আয়না আসবে তো এভাবেই।
ভালোবাসা ছাড়া সম্পর্ক, অনেকটা দায় মনে হয়,
আয়নায় নিজের সুখি চেহারাটা কি তখন দেখা যায় !
দেখা গেলেও, হয়তো সকলের কাছ থেকে লুকোয় ।
বোঝা চাই আমাদের, প্রতিবিম্বও যে স্বাধীনতা চায়,
হয়তো তাই, হঠাৎ ইচ্ছে করেই, আয়না ভেঙে যায়।