জয় তারা ! ওম এইম হৃম ক্লীম চামুণ্ডায় বিচ্চে,
মন্ত্রটার সব কথার মানে কেউ কি আর বুঝেছে !
এইম মানে তো লক্ষ, ম তে মস্তিষ্ক, হৃ মানে হৃদয়।
আমার তো এই ব্যাপারটাকে এরকমই মনে হয় ।
তবে এখানে আছে একটা লক্ষ্য করার মত বিষয়,
হৃদয়ের জায়গাটা বসানো হয়েছে মস্তিষ্কের আগে !
কেন ? রক্ত পাম্প না করলে মস্তিষ্ক কি করে ভাবে !
সুতরাং যতদিন হৃদয়ের কর্ম ক্ষমতা বজায় থাকবে, ঠিক ততদিন আমাদের মস্তিষ্ক চিন্তা করতে পারবে।
অবশ্য পাগলদের চিন্তা শক্তি সম্মন্ধে জানা নেই,
তবে হৃদয়কে মন ভাবার কিন্তু কোনো কারন নেই !
ফালতু বকবক পড়ার জন্যে ধন্যবাদ সকলকেই ।

  ❤️💛❤️💛❤️💛❤️🙏💛❤️💛❤️💛❤️