কাম-গন্ধ-হীন প্রেম, যেন তা সোনার পাথর বাটি,
কস্তুরী মৃগ হেন মানুষ খুঁজে চলে আজীবন,
তা না পাওয়া মানে মনুষ্য জনম বৃথা, এ জীবন মাটি।
কথাটা অবাস্তব মনে হলেও, জেনো, একদম খাঁটি !
প্রেম মানে না কোনো বারণ কিংবা কারও শাসন,
প্রেম নির্ভিক, গৈরিক, মীরা তেজেছে রানীর আসন।
মানুষ এই সহজ কথাটা কিছুতেই মানতে চায়না ___
"ইচ্ছে করে কখনও প্রেমে পড়া যায় না।
কখন যে প্রেম হয়ে যায় তা বুঝতে পারা যায়না।"
চিরন্তন প্রেমের খবর আছে কারো কারো কাছে,
এ্যারিস্টটল ও প্লেটো সেই সব কথা লিখে গেছে।
প্লেটোনিক লাভ কথাটা কি আর এমনিই হয়েছে ?
এমন প্রেম, দুহাতে বিলিয়ে দিয়েও তৃপ্ত নয়,
নিজের অর্জিত গরীমাটুকুও দিয়ে দেয়।
এ প্রেম কখনও কোনো কিছু পাওয়ার আশা করেনা।
মুখে হাসি,চোখে জল, আনন্দাশ্রু যেন করে টল টল।
চলার পথে, কাঁটার আঘাতকে পরোয়া করে না।
এ প্রেম পেয়ে গেলে, আর স্বর্গ সুখের চাহিদা থাকেনা,
এ প্রেম এলে সুখ ও দুঃখকে আলাদা করা যায় না।
দয়িতের-কষ্ট-অমৃত অঞ্জলি ভরে পান করে নেয় !
এ প্রেম, জীবনে এলে, দুঃখকেও সুখ বলে মনে হয়।