কুয়াশার চাদরে যে ঢেকে গেছে আজ চরাচর,
নিরবিচ্ছিন্ন ঘুম নেমে আসতে চায় দু চোখের উপর।
দরজায় যেন টোকা দেয়, চৌকাঠে দাঁড়িয়ে সময়,
কবিতা কোথায় ? বাড়িতে আছো কি কেউ ?
জেগেও দিই না সাড়া, বেশ চুপ করে রইলাম,
মাঝে মাঝে আমারও যে চাই একটু বিরাম।
চোখ বুজে, কালা সেজে, আহা, প্রাণের কি আরাম !
বড়জোর ঘন্টা খানেক, তার বেশি নয় মোটেই,
দক্ষিণের জানালা দিয়ে রোদের ঝিলিক এসেছে__
সাথে শীতল বাতাস,দেখি যে আমি চোখ মেলতেই।
যত ঠান্ডাই লাগুক না কেন, হাড় কাঁপুক থরথর্
রবির সাথে পাল্লাটা হবেই দিতে, আমি কি স্থবির ?
শীত হোক কিংবা গ্ৰীষ্ম, আনন্দ বাতাস থাকলেই ।
অপছন্দ কারো হতেই পারে, আমি তো আমিই !