কাল সকালেই এসেছিল, সেই শাক চিরিমিরি,
হতে পারে শাকের নামটা হয়তো বা চিরামারি !
কি জানি কোনটা সঠিক, তা তো আর জানা নেই।
খেতে একটু তেতো, অনেকটা জাতিপাটের মতোই,
জাতি পাট মানেই তেতো, মিষ্টি তো হয় বোম পাট !
বোমপাটের সুতো হয় সাদা ফটফটে, বেজায় ঠাট।
জাতি পাটের সূতোয় সোনালী ভাব, তবু কদর নেই,
তবে এর শাক রান্না সুবিধে, কদর গিন্নিদের কাছেই।
জাতি পাট যখন যায়না পাওয়া, চিরিমিরি মন্দ নয়,
একটু কাসুন্দি সহযোগে খাওয়াটা কিন্তু ভালোই হয়।
আজকাল সকাল সকাল, এক পাখি এসে নাচে-গায়,
চিরিমিরি চিরিমিরি চিরিমিরি শব্দে ঘুম ভেঙে যায় ।
অনেকটাই যেন দোয়েল, কিন্তু তবুও এ দোয়েল নয়,
শীস নয় দোয়েলের মত, তবে রঙটি সাদা-কালোই !
মাঝে মাঝেই নাচে, এ যে খুব চঞ্চল, এসে জল খায়।
চিরিমিরি চিরিমিরি ডাকে, আর বসার ভঙ্গি পাল্টায় !
হয়তো কোনো প্রজাতির বী-ইটার, নাম জানা নেই ।
দোয়েলটা এই দুপুরেও শীস দিয়ে চলেছে অবিরাম, ওর সকাল হয়েছে সাড়ে তিনটেয়, কখন যে বিশ্রাম!