শুধু ই একটু একটু হাত-পা নাড়ায় চাড়ায়,
কথা বলতে পুতুল গুলো মোটেও পারে না!
তাই দেখতে ষ্টেট বাস গ্যারেজে____
একেবারে লোকে লোকারণ্য !
শহরের রাস্তায় লোক আর ধরে না ।
গ্ৰাম গঞ্জের যত সব লোকজন,
চিনত শুধুই মনসা-বিষহরি আর বিষকর্মা !
তারপর যত ঠাকুর, শিব, কালী_____
আর জগজ্জননী দুগ্গা মা !
আরও ছিল লক্ষ্মী, সরস্বতী, শীতলা, কার্ত্তীক।
গনেশ, সন্তোষী-মা আর বিপত্তারিনী,
এঁদের মনে হয় হয়েছে পরে আমদানী।
দুর্গাপূজার চেয়েও বেশি ভিড় আর ঠেলাঠেলি !
শুনে, শুনে একবার শখ হয়, দেখে ফেলি।
ও হরি ! ঠাকুর দেখার জন্যে শুধু ভিড় নয়!
মেকানিকাল পুতুল দেখতে বোকাদের ভিড় হয়।
তখনও জানিনা কথাটা, বিশ্বকর্মা দেবতা-ইঞ্জিনিয়ার,
দেবতা-ইঞ্জিনিয়ারের পূজোতে মানুষ শ্রদ্ধা জানায়।
মানুষ ইঞ্জিনিয়ারদের কেরামতি দেখতে _____
গ্ৰাম গঞ্জের সরল, সহজ মানুষ, শহরে ভিড় জমায়,
এখন ভাবি, মাথাটা কতো মোটা ছিলো আমার !