একটা বেড়াল ছানাকে ওর মা শেখাতো শিকার,
রাতে বাগানে কোথাও জোছনা, কোথাও অন্ধকার।
লেজটা মাটিতে বাড়ি দিয়ে বলতো, আমি এখানে !
বাচ্চা ঝাঁপ দিয়ে কাছে আসার মুহুর্তেই যেতো সরে,
অন্য কোনো দিকে, হয়তো ঠিক ওর বিপরীত কোনে।
এভাবেই কেটে যায় আনমনে হয়তো কিছু বছর,
খেয়াল কি যায় রাখা বেড়াল ও তার ছানাপোনাদের !
বেড়াল মাকে চোখে পড়েনি সে তো অনেকদিন,
ছানাটা বড় হয়ে কোথাও মানুষের আঘাত পেয়ে ___
মনে পড়ায় এ বাড়িতে যাতায়াত করেছে কিছুদিন।
ভালো হবার পরে,আসতো হঠাৎ কখনো মাঝে মাঝে,
খবর পাইনি,কবে যে দেখে শুনে বিয়ে করেছে নিজে !
কদিন আগে হঠাৎ অস্বস্তিকর বেড়ালের ডাক শুনি,
গভীর রাতে, ব্যাপারটাতে ঠিক ততটা গুরুত্ব দিইনি।
আজ হয়েছে নতুন দুই বেড়াল সদস্যের আবিষ্কার,
কেটেছে দুঃসময়, ওদের চোখ এখন বেশ পরিস্কার।
তার মানে সেদিন প্রসব বেদনা উঠেছিল বহুরানীর,
আজ কর্তা ও গিন্নী দুজনের সাথেই আলাদা দেখা,
বেড়ালটা একই আছে, বৌটি বেশ ছিপছিপে, সুন্দর।
দেখে মনে ইচ্ছে হয় বেড়াল বৌয়ের একটা ছবি তুলি,
ওমা ! লজ্জা পেয়ে, অবলিলায় পালায় লেজ তুলি।